প্যারিস অলিম্পিক্সে বিনেশ ফগতের রুপো পাওয়ার রায় দান আবার পিছিয়ে গেল। এই নিয়ে পরপর তিনবার রায়দান পিছলো। আর এতেই অনেকটা সুবিধা হবে বলে জানালেন কুস্তিগীরের আইনজীবী বিধুশপত সিংহানিয়া।
তিনি জানান ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরব্রবিট্রেশন ফর স্পোর্টস।পরপর তিন বার রায়দান পিছনোর পর শুক্রবারের মধ্যে রায় ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। সিংঘানিয়া বলেন, একাধিকবার রায়দান পিছিয়ে দেওয়ার অর্থ, ওরা বিনেশের বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখছে। ফলাফল তাদের পক্ষে যাবেই এটা নিশ্চিত ভাবে তার আইনজীবী বলতে না পারলেও যদি বিচারক বিনেশের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার জন্য আরো বেশি সময় চান, সেটা আমাদের পক্ষেই ভালো। ফলাফল যাই হোক আমাদের কুস্তিগির বিনেশ ফোগত বিশ্বের চোখে চ্যাম্পিয়ন।