এবছর সিকিমে ছুটি কাটাতে গিয়েছিল বহু মানুষ, অভিশাপ নেমে এল জীবনে। লাগাতার বৃষ্টির ফলে একের পর এক জায়গায় ধস নামতে শুরু করেছে। ধসের কারণে বন্ধ রাস্তা, আটকে রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক।পরিবারের সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন।
সিকিমের বেইলি ব্রিজ ভেসে যাওয়ায় চুংথাং, লাচুং, লাচেন বিভিন্ন জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় পনেরোশোর বেশি পর্যটক আটকে পড়েছেন সিকিমে। এদিকে গ্যাংটক-শিলিগুড়ি যাতায়াতের ১০ নং জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে।শুক্রবার জরুরী ভিত্তিতে বৈঠক করে জেলা প্রশাসন। তিস্তা বাজার এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা জানায় তারা। ক্ষতিপূরণ সংক্রান্ত বেশ কিছু তথ্য জানিয়েছে প্রশাসন। ছোট গাড়ি চলাচলের জন্য সিকিমগামী জাতীয় সড়ক খোলা থাকলেও ধসের আশঙ্কায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে, লামাহাটা হয়ে দার্জিলিং যাওয়ার বা ওই পথে সিকিম, কালিম্পং যাওয়ার রাস্তা শুক্রবার বন্ধ রাখা হয়েছে।
সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে,এখনও পর্যন্ত অনেক মানুষ নিখোঁজ। এদিকে তিস্তার জলের মাত্রা বিপদসীমা পেরিয়ে গিয়েছে বহু মানুষ ঘরছাড়া তাঁদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রশাসন ও সরকার।
বিপর্যস্ত সিকিম
