গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুপগুড়ি থানার পুলিশ দুজনকে গ্রেফতার করল সঙ্গে বিপুল পরিমাণ কাফ সিরাপ সহ ৩৬৬ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হলো। গ্রেফতার হওয়া দুজন হল বিপুল বিশ্বাস আলিপুরদুয়ার থেকে সুকুমার মন্ডল দক্ষিন খয়ের বাড়ি এলাকার থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার দিন বিকেলবেলা জলপাইগুড়ি থেকে বীর পাড়ার দিকে একটি গাড়ি করে অবৈধ কাপ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল সেইখবর আসে ধুপগুড়ি থানা পুলিশের কাছে। খবরের ভিত্তিতে ধুপগুড়ি থানার পুলিশ স্টেশন মোড় এলাকায় নাকা চেকিং শুরু করেন । সেই সময়ে একটা ছোট গাড়িকে আটক করলে সেই গাড়ির ভিতরে বস্তা বস্তা অবৈধ কাপ সিরাপ সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে NDA স্পিক ধারায় মামলা রজু করা হবে।।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.