বিমান দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট —
আন্তর্জাতিক রাজনৈতিক মহলে হঠাৎই শোকের ছায়া। প্রয়াতো হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সেদেশের বিদেশমন্ত্রী হোসাইন আমিরাবদোল্লাহিয়ান। হেলিকোপ্টার দুর্ঘটনায় মারা যান দুজনেই। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ-র পক্ষ থেকে এই নিয়ে জানানো হয়েছে, হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এর কিছু অংশ পাওয়া গেলেও সেখানে প্রাণের সাড়া দেখা যায়নি। গত রবিবার আজারবাইজান-ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন সেদেশের প্রেসিডেন্ট। সেখান থেকে তেহরানে ফেরার সময় উত্তরপশ্চিম ইরানের জোলফার পাহাড়ি অঞ্চলে রাইসির হেলিকপ্টারটি দিক বিভ্রান্ত হয়ে পরে হঠাৎই গোলযোগ শুরু হয়ে ভেঙে পরে। স্থানীয় সূত্রের এমনটাই খবর। সেই দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে গতকাল রাইসি নিখোঁজ হয়ে যাওয়ার পরই জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। আন্তর্জাতিক রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে বিষয়টি নিয়ে।
বিমান দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট
