বিমান দুর্ঘটনায় সব শেষ…’, আচমকা কাজলের মৃত্যু সংবাদ এসেছিল তনুজার কাছে

দুর্গাপুজোয় একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে কাজলের। যা দেখে অভিনেত্রীকে জয়া বচ্চনের ‘দ্বিতীয় সংস্করণ’ বলেও অভিহিত করেন বহু নেটিজ়েন। তবে একবার নাকি কাজলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। তাও আবার মা তনুজার কাছেই প্রথম এসেছিল ফোন। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ সম্প্রতি সেই ঘটনার কথা ভাগ করলেন অভিনেত্রী। নিজের সম্পর্কে কতরকম কথা শুনতে পান মাঝেমধ্যেই কাজল? কপিল প্রশ্ন করতেই অভিনেত্রীর সহাস্য উত্তর, ‘আমার নিজের বিষয়ে গুগল করার প্রয়োজনই হয় না কখনও। কারণ, অদ্ভুত কিছু ছড়িয়ে পড়লেই মানুষ আমাকে ফোন করত বা মেসেজ পাঠায়। দেখুন কত কী অদ্ভুত খবর রটেছে আপনার বিষয়ে।’ কাজল ভাগ করলেন তাঁর মায়ের কাছে আসা হঠাৎ একটি ফোনের অভিজ্ঞতা। বললেন, ‘প্রতি ৫-১০ বছর পর পর একটা খবর আসে যে আমি মারা গিয়েছি। সোশ্যাল মিডিয়ার আগেও বহুবার এমন হয়েছে। একবার কেউ একজন আমার মাকে ফোন করে বলেছিলেন যে আমি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছি। সেই সময় কোনও সোশ্যাল মিডিয়া ছিল না। তাই আমার মাকে ফোন করা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। তবে আমি মারা গিয়েছিলাম এমন নানা ধরনের ভিডিয়ো এর আগেও শোনা গিয়েছে। অভিনেত্রীর মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে কপিল মজা করে জিজ্ঞেস করেন, ‘কাজল ম্যাম, যেহেতু আপনি এখন একজন পুলিশ মহিলার ভূমিকায় অভিনয় করছেন, তাই অজয় স্যার কি আপনাকে ‘আতা মাঝি সাটাকলি’ বলতে শিখিয়েছেন?’ কাজলের স্পষ্ট জবাব স্বামী অজয়ের থেকে কোনও পরামর্শই তিনি নেননি। 

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author