বিশ্বকর্মা পূজোর রাতে অঘটন, নাকা চেকিং এর সময় আক্রান্ত পুলিশ।
#TrafficPolice#VishwakarmaPujo#PoliceAttack#RoadSafety#LawAndOrder#CommunitySafety#CriminalInvestigation#PoliceInAction#publicsafety#asianews#asianewslive
বিশ্বকর্মা পুজোর দিন রাতের বেলা নাকা চেকিং এর সময় আক্রান্ত হন এক ট্রাফিক পুলিশ কর্মী। গাড়ির ডকুমেন্টস পরীক্ষা করতে চাওয়ায় কুড়ি ত্রিশ জন বাইক আরোহী ওই কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীর উপর চড়াও হয়। এক কনস্টেবল, একজন সিভিক ভলেন্টিয়ার কে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের গাড়ি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।গতকাল রাতে ট্যাংরা এলাকার চায়না টাউন ও ক্রিস্টোফার রোডে নাকা চেকিং চলছিল। অভিযোগ, নথি পরীক্ষা করতে চাওয়ায় ২০-৩০ জন বাইক আরোহী কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। কারা হামলা চালাল, CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে শনাক্ত করার চেষ্টা করছে তপসিয়া থানার পুলিশ।
+ There are no comments
Add yours