বিশ্বের কয়টি দেশ যেখানে এয়ারপোর্ট নেই
#EuropeanCountriesWithoutAirports
গ্লোবাল দুনিয়ায় এক দেশ থেকে অন্য দেশে পৌঁছনো হাতের নাগালে, তবে একজায়গায় থেকে অন্য জায়গায় পৌঁছাতে গেলে সেখানে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু জানেন কী? এই বিশ্বেই এমন কয়েকটি দেশ রয়েছে যাদের ভূখণ্ডে একটাও বিমানবন্দর নেই। মানে ওই দেশে একটাও বিমানবন্দর নেই।
আজ্ঞে হ্যাঁ ঠিকই শুনেছেন শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পাঁচটি দেশ এমন রয়েছে যাদের কোনও বিমানবন্দর নেই। শুনলে অবাক হবেন আফ্রিকার মত কোনও পিছিয়ে থাকা মহাদেশে এমনটা হয়।
বরং বিশ্বের অন্যতম সমৃদ্ধ মহাদেশ ইউরোপেই রয়েছে এই দেশ গুলো । যে দেশগুলি বিমানবন্দর ছাড়াই চলছে। ইউরোপের এই ৫টি দেশ হল মোনাকো, সান মারিনো, অ্যান্ডোরা,পশ্চিম ইউরোপের একটি ছোট্ট দেশের নাম মোনাকো। এটাই একটি রাষ্ট্র। একটি শহর রাষ্ট্র। ভ্যাটিকান সিটির পর বিশ্বের সবচেয়ে ছোট দেশ হল ভ্যাটিকান সিটি।
ইতালির সঙ্গে লেপ্টে থাকা ছোট্ট দেশ সান মারিনো ৬১ বর্গ কিলোমিটারের ওপর অবস্থিত একটি প্রজাতান্ত্রিক ক্ষুদ্র রাষ্ট্র। ফ্রান্স ও স্পেনের মাঝে অবস্থিত অ্যান্ডোরা হল ইউরোপের আরও একটি ছোট্ট দেশ। ৪৬৮ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই দেশটির একটা বড় অংশই পাহাড় ঘেরা। পাহাড় উপত্যকা নিয়েই এই দেশ।
লিশটেনস্টাইন দেশটিও ইউরোপেই অবস্থিত। মধ্য ইউরোপের এই ক্ষুদ্র রাষ্ট্রের মোট ভূখণ্ড ১৬০ বর্গকিলোমিটার। তবে বিশ্বের সবচেয়ে ছোট দেশ হল ভ্যাটিকান সিটি। যা রোমে অবস্থিত একটি স্বতন্ত্র রাষ্ট্র। রোমের মাঝেই রয়েছে ভ্যাটিকান সিটি। এই ৫টি দেশের কোনও বিমানবন্দর নেই।
পশ্চিম ইউরোপের একটি ছোট্ট দেশের নাম মোনাকো। এটাই একটি রাষ্ট্র। একটি শহর রাষ্ট্র। ভ্যাটিকান সিটির পর বিশ্বের সবচেয়ে ছোট দেশ হল এটি।
বিশ্বের সবচেয়ে ছোট দেশ হল ভ্যাটিকান সিটি রোমের মাঝেই রয়েছে ভ্যাটিকান সিটি। এই ৫টি দেশের কোনও বিমানবন্দর নেই।
+ There are no comments
Add yours