বিশ্বের দরবারে পৌঁছাবে চন্দননগরের জগদ্ধাত্রী, বড় উদ্যোগ কেন্দ্রীয় কমিটির
হাতে গোনা কয়েকটা দিন সেজে উঠেছে চন্দননগর। জোর কদমে চলছে শেষ বেলার প্রস্তুতি।
তবে এবার থাকছে অভিনব চমক। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে হবে সরাসরি সম্প্রচার। এবারই প্রথম এই উদ্যোগ নিল কেন্দ্রীয় কমিটি। চন্দননগর স্ট্যান্ড রোড এবং পালপাড়া রোডে বসছে দু’টি সেটআপ। তা দিয়েই কেন্দ্রীয় কমিটির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারের কাজ চলবে। এমনটাই জানাচ্ছেন, কমিটির সহ-সম্পাদক শুভজিৎ সাউ। পুজো তো বটেই, পুজোর শেষে শোভাযাত্রা দেখতে চন্দননগরে ভিড় জমান লাখ লাখ মানুষ। হুগলীর পাশাপাশি অন্যান্য জেলা থেকেও আসেন বহু মানুষ। এমনকী রাজ্য, দেশের গণ্ডি ছাড়িয়েও দর্শনার্থীদের ভিড় দেখা যায় চন্দননগরে। তাই শোভাযাত্রার লাইভে বিশেষ জোর দিচ্ছে কমিটি।
গতবারের থেকে এবার ধারেভারে আরও বাড়ছে শোভাযাত্রার সামগ্রিক অনুষ্ঠান। সূত্রের খবর, চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণে ১৭৭টি পুজো কমিটি রয়েছে। যার মধ্যে শুধু চন্দননগরের ১৩৩টি রয়েছে, এছাড়াও ভদ্রেশ্বরের ৪৪টি পুজো রয়েছে। এবার শোভাযাত্রায় অংশ নিতে চলেছে ৬৯টি পুজো। থাকছে ২৪৫টি লরি। ১১ নভেম্বর সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত চলবে শোভাযাত্রা। তাই যারা শোভাযাত্রায় আসতে পারছেন না, যাঁরা বিদেশে থাকছেন, তাছাড়াও সমগ্র রাজ্যবাসীর কথা ভেবে এবার আলাদা করে লাইভে জোর দেওয়া হচ্ছে বলে জানাচ্ছেন কমিটির কর্তারা।