বিশ্ব দাবায় ভারতের জয়ের ধারা, র‍্যাপিড চ্যাম্পিয়ন হলেন কোনেরু হাম্পি

বিশ্ব দাবায় ফের উড়ল ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা। রবিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত *বিশ্ব র‍্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ-এর মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হলেন ভারতের **কোনেরু হাম্পি। এই জয় তাঁর জন্য এক বিশেষ মুহূর্ত, কারণ এর আগেও ২০১৯ সালে এই খেতাব জিতেছিলেন তিনি। গত বছর রানার্স-আপও হয়েছিলেন, আর ২০১২ সালে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। অন্তিম রাউন্ডে হাম্পি **ইন্দোনেশিয়ার দাবাড়ু আইরিন সুকন্দর*-কে পরাজিত করে খেতাব নিশ্চিত করেন। সেদিন হাম্পি কালো ঘুঁটি নিয়ে খেলেন। প্রথম রাউন্ডে হেরে যাওয়ার পর, অনেকেই হয়তো ভাবেননি যে তিনি চ্যাম্পিয়ন হতে পারবেন, কিন্তু পরবর্তী রাউন্ডগুলোতে পরপর চারটি গেম জিতে তিনি খেতাব জয় করেন। হাম্পি নিজে জানান, “প্রথম রাউন্ডে হারের পর কখনও ভাবিনি যে চ্যাম্পিয়ন হতে পারব। তবে পরপর চারটি গেম জেতার পর খেতাব জয়টা সহজ হয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, “ভারতের সময়ের সঙ্গে আমেরিকার সময়ের পার্থক্যের কারণে ভালোভাবে ঘুমোতে পারিনি, কিন্তু এই সমস্যাগুলো কাটিয়ে আমি জয়ী হয়েছি।”এছাড়া হাম্পি আশা প্রকাশ করেন যে, তাঁর সাফল্য ভারতের বর্তমান প্রজন্মকে দাবা খেলতে উৎসাহিত করবে। তিনি বলেন, “বর্তমান সময়টা ভারতের জন্য খুবই উপযুক্ত। সদ্যই গুকেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, আমিও র‍্যাপিডে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলাম। তাই আমার মনে হয়, ভারতের নবীন প্রজন্মকে পেশাদার দাবা খেলার জন্য অনুপ্রাণিত করবে।” এটি ভারতের জন্য এক বিশাল অর্জন, কারণ দাবা খেলার ক্ষেত্রে ভারতীয় দাবাড়ুরা আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সফলতার ছাপ রেখে চলেছেন

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author