বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক বিজেপির
#banglabandh#strike#BJP#SukantaMajumdar#SuvenduAdhikari#asianews
আগামীকাল ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বিজেপি। এদিন সাংবাদিক বৈঠকে বনধের ডাক দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এদিন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে ধুন্ধুমার হয়েছে। ‘প্রচুর আহত, গ্রেফতারি হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে’, তাঁদের কথা ভেবে বাংলা বনধের ডাক সুকান্ত মজুমদারের। এর আগে শুভেন্দু অধিকারী বাংলা স্তব্ধ করার ডাকও দিয়েছিলেন। বলেছিলেন,’অত্যাচার বন্ধ করুন, নয়তো আমরা কাল বাংলা স্তব্ধ করে দেব’।
বিজেপির ডাকা বনধের তীব্র বিরোধিতা কুণাল ঘোষের। আরজি করের নির্যাতিতার ধর্ষণ-খুনের বিচার নয়, বিজেপি চেয়ার চাইছে বলে দাবি করলেন তিনি। কুণাল ঘোষের দাবি, ‘এটা ছাত্র সমাজ নয়, সমাজবিরোধীদের আন্দোলন।’ কুণালের দাবি, চক্রান্ত ভেস্তে গিয়েছে বলে ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি।
+ There are no comments
Add yours