বৃষ্টির হাত থেকে রেহাই নেই, বজ্রবিদ্যুৎ সহ ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা, পাঁচ জেলায় সতর্কতা জারি।
#HeavyRainAlert
#ThunderstormWarning
#RainyWeekAhead
#WeatherUpdate
#BengalWeather
#NorthBengalRain
#SouthBengalFlood
#WeatherAlert
#FloodRisk
#BengalRainfall
#SevereWeather
#HeavyShowers
#YellowAlert
#DewormingRain#asianews
এই সপ্তাহেও চলবে টানা বৃষ্টি, রেহাই পাবে না গোটা বাংলা। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই চার জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি জেলার বেশ কিছু অংশে।উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার এবং শুক্রবার এই জলপাইগুড়ি জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা।উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি জেলায়। শুক্রবারের পর থেকে আবহাওয়া আসতে পারে বিরাট বদল
+ There are no comments
Add yours