বৃহস্পতিবার থেকে আবার বৃষ্টি দক্ষিণবঙ্গে! দু’টি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, উত্তাল থাকবে সমুদ্রও
বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তার ফলে মঙ্গলবার থেকেই উত্তাল থাকবে সমুদ্র। পশ্চিমবঙ্গের উপকূলেও স্বাভাবিকের চেয়ে ঢেউয়ের উচ্চতা বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দু’টি জেলায়।
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায়। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও। বুধবার থেকে দক্ষিণের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।