মোদি জামানায় ৪৫ বছরের মধ্যে সবথেকে নজিরবিহীন বেকারত্ব। বিকশিত ভারত স্লোগানের মধ্যে দিয়ে বেকারত্বকে বারবার আড়ালে ঠেলে দিলেও ২০২২ সালের জুন মাসে ঘোষণা করা হয়েছিল,দেড় বছরের মধ্যে ১০ লক্ষ কেন্দ্রীয় সরকারী চাকরি হবে,
*কিন্তু তারপরও নজিরবিহীন বেকারত্বের কঙ্কাল ঢাকা পড়েনি।উচ্চশিক্ষায় আইআইটিতেও এখন বেকারত্বের হাহাকার। কারন IIT কানপুরেরই এক প্রাক্তন ছাত্র ধীরাজ সিং তথ্য জানার অধিকার আইনে দেশের IIT-গুলির চাকরির হাল হকিকত জানতে RTI করেছিল।
তাতেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আইআইটির ২০২৪ এর ব্যাচের ৩৮ শতাংশ পড়ুয়ারই চাকরি হয়নি। বিরোধীরা বলছে, মোদি জমানায় বেকারত্ব এমন নজির গড়েছে যে, আইআইটিয়ানরাও মনের মতো চাকরি পাচ্ছেন না! তাহলে সাধারণ পড়ুয়াদের কী অবস্থা? আগামী দিনের ভবিষ্যত কি সেটা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা।
বেকারত্ব ভারতে বাড়ছে দিন দিন
