বেলেঘাটা আইডি হাসপাতালের পরিত্যক্ত মর্গে উদ্ধার খুলি ও হাড়গোড়, চাঞ্চল্য ছড়িয়েছে
কোভিড-পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকার পর বেলেঘাটা আইডি হাসপাতালের পুরনো মর্গের সামনে থেকে উদ্ধার হয়েছে মৃতের মাথার খুলি ও হাড়গোড়। গত দু’দিন ধরে এই হাড়গোড় এবং খুলি উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় দু’-তিন বছর ধরে ওই মর্গটি বন্ধ ছিল এবং সম্প্রতি মর্গের সংস্কারের কাজ শুরু হয়েছে। সংস্কারের সময়েই এই হাড়গোড় এবং খুলি উদ্ধার হয়। কর্মীরা জানান, হাসপাতালের পরিত্যক্ত মর্গের সামনে সাফাইয়ের কাজ চলছিল এবং সেই সময়ই খুলি ও হাড়গোড় পাওয়া যায়। বৃহস্পতিবার এবং শুক্রবার আরও কিছু হাড়গোড় উদ্ধার হয়েছে, যা দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। একটি সূত্র জানিয়েছে, এই উদ্ধার হওয়া হাড়গোড়ের মধ্যে মানুষের হাত ও পায়ের ১৩টি হাড় রয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং জানিয়েছে, কীভাবে এই হাড়গোড়গুলো সেখানে পৌঁছেছে তা খুঁজে দেখা হচ্ছে।