বোনাসে অসন্তোষ. আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা শ্রমিকদের তুমুল বিক্ষোভ
#TeaWorkersProtest#BonusDiscontent#Alipurduar#FairWages#Demand20PercentBonus#WorkersRights#TeaGardenStruggle#Solidarity#CostOfLiving#TeaIndustryNews#asianews#asianewslive
১৬ শতাংশ বোনাস নেওয়া হবে না, এই প্রতিবাদে সরব চা বাগানের শ্রমিকরা। ২০ শতাংশ বোনাস দিতে হবে দাবি শ্রমিকদের। ১৬ শতাংশের বেশি বোনাস প্রদানের দাবিতে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে শ্রমিক আন্দোলন চলছে। এদিন সকাল থেকে আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি, মেচপাড়া সহ একাধিক চা বাগানে শ্রমিকরা গেট মিটিং-এ সামিল হন।
শ্রমিকদের দাবি গত বছর উনিশ শতাংশ বোনাস দেওয়া হয়েছিল সেখানে এ বছর কেন ১৬ শতাংশ বোনাস দেওয়া হবে? এ বছর তাদেরকে কুড়ি শতাংশ বোনাস দিতে হবে। এতো কম বোনাসে তারা এই সিদ্ধান্তে রাজি নয় এর জেরে প্রচুর অসন্তোষ দেখা যায় বিভিন্ন চা শ্রমিকদের মধ্যে. তাদের দাবি এ বছর তাদেরকে বেশি বোনাস প্রদান করতে হবে। ১৯ সেপ্টেম্বর কলকাতা বেঙ্গল চেম্বার্স অফ কমার্সে আয়োজিত বোনাস বৈঠকে সিদ্ধান্ত হয় এবছর ভাল চা বাগানে ১৬ শতাংশ বোনাস দেওয়া হবে। আর রুগ্ন চা বাগানগুলিতে বোনাস দিতে নারাজ কর্তৃপক্ষ। কিন্ত এই সিদ্ধান্তের পর চা শ্রমিকরা খুশি নন।
দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে এতো কম বোনাস কেউ তারা মানছেন না। প্রয়োজনে কাজ বন্ধ করে দেবেন তারা এমন হুমকি দিয়েছেন শ্রমিকরা।