
বোলপুরে বুলডোজার অভিযান অব্যাহত। বোলপুরে যেসমস্ত দোকান অবৈধ ভাবে সরকারি জমি দখল করে ব্যাবসা করছিলেন সেই সমস্ত দোকান আজ সকালে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ মহাশয়া ও বোলপুরের 22 টি ওয়ার্ডের কাউন্সিলার গণ। আজ
সকালে চিত্রা মোড় থেকে শুরু করে শান্তিনিকেতনের যত অবৈধ দোকান ও হকার রা ব্যাবসা করছিল সরকারি জমি দখল করে সেই সব দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।