ভয়াবহ টাইফুন ইয়াগের কারণে মায়ানমারে বন্যা ও ভূমিধসে মৃত 74 জন এবং নিখোঁজ 89 জন
#MyanmarFloods
#TyphoonYagi
#MyanmarDisaster
#FloodDamage
#TyphoonImpact
#MyanmarRelief
#NaturalDisaster
#MissingPersons
#MyanmarNews
#disasterupdate#asianews#asianewslive
মায়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার জানিয়েছে, টাইফুন ইয়াগির কারণে মায়ানমারে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা কমপক্ষে ৭৪ জনে পৌঁছেছে, এখনো ৮৯ জন নিখোঁজ রয়েছে।
তবে নিহতের সংখ্যা এখন ও আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে মৃতের সংখ্যা ও নিখোঁজের সংখ্যা অনুমাননির্ভর, সঠিক তথ্য এখনো জানা যায়নি।
ঐ দেশটির সামরিক সরকার ঘোষিত নতুন সরকারী মৃতের সংখ্যা শুক্রবার এর রিপোর্ট করা 33 জনের চেয়েও বেশি সংখ্যক। টাইফুন ইয়াগি এর আগে ভিয়েতনাম, উত্তর থাইল্যান্ড এবং লাওসে আঘাত হানে,তাতে 260 জনেরও বেশি মানুষ মারা যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়
+ There are no comments
Add yours