ভাইরাল ভিডিয়ো: রিল বানাতে গিয়ে গাড়ির ধাক্কায় উড়ে গেল পাঁচ তরুণ-তরুণী
ভাইরাল এক ভিডিয়োতে দেখা গেছে, রাস্তার ওপর দল বেঁধে হাঁটছেন পাঁচ তরুণ-তরুণী। এক তরুণী একজন তরুণের সঙ্গে সামনের দিকে হাঁটছিলেন, বাকিরা পিছনে ছিলেন। বেশ কায়দা করে রিল বানানোর উদ্দেশ্যে তাঁরা হাঁটছিলেন, এমন সময় হঠাৎ করে একটি দ্রুতগামী গাড়ি পিছন থেকে এসে তাঁদের ধাক্কা মারে। ধাক্কায় তরুণ-তরুণীরা শূন্যে উড়ে গিয়ে মাটিতে পড়ে যান। এ ঘটনায় একাধিক নেটিজেন তাঁদের প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছেন। একজন বলেছেন, “বেশি কায়দা। ভালই হয়েছে, ধাক্কা খেয়েছে।” অন্য একজন লিখেছেন, “এভাবে জীবনের ঝুঁকি নিয়ে রিল বানানো উচিত নয়।”এটি ঘটেছে কোথায় এবং এর সত্যতা এখনও যাচাই করা হয়নি, তবে এটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে।