ভাঙল বজ্র আঁটুনি, ব্যারিকেড ভাঙল প্রতিবাদীরা, সাঁত্রাগাছিতে লাঠির বাড়ি, হাওড়া ব্রিজে জলকামান
#NabannaAbhijan#BanglaNews#asianews#RGKarMedicalCollegeIncident#KolkataPolice#banglanews
বেলা গড়াতেই বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। হাওড়া, সাঁতরাগাছি, কলেজ স্কোয়ারে মিছিল ক্রমেই এগোচ্ছে নবান্নর দিকে। এদিকে নবান্ন ঘিরে ফেলা হয়েছে দুর্ভেদ্য নিরাপত্তা বেষ্টনীতে। আর সেই ব্যারিকেড ভেদ করে এগোতে চাইছেন জনতা। জাতীয় পতাকা হাতে করে এগোতে চান আন্দোলনকারীরা। তারপরই পুলিশের সঙ্গে বচসা বাধে। সাঁত্রাগাছিতে নবান্নের রাস্তায় ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারীরা। পুলিশও তাদের পিছনে ছুটতে থাকে। শুরু হয় লাঠিচার্জ।
+ There are no comments
Add yours