
ভাঙ্গড় থানার কাছে এক ব্যক্তিকে চোর সন্দেহে অনেকজন মিলে বেধড়ক মার দিল, গুরুতর জখম অবস্থায় দীর্ঘ সময় রাস্তার মাঝখানে পড়ে থাকলো অথচ পুলিশ জানতেই পারল না সেখানে এক ব্যক্তি দু’ঘণ্টা ধরে গুরুতর জখম অবস্থায় পড়ে আছে । ভাঙ্গর এখন কলকাতা পুলিশের অধীনে। পরে খবর জানতে পেরে ভাঙ্গর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে খুনের মামলা রজু করা হয়েছে। জানা যায় ধৃত ওই দুজনের নাম একজন দোকান মালিক সাহারুল মোল্লা দ্বিতীয়জন ব্যবসায়ী সৈকত মন্ডল। তিনি একজন কম্পিউটার মেকানিক।দোকানের সামনে আজগর মোল্লাকে বেঁধে রেখে মারধরের অভিযোগ। পুলিশের হাতে সেই সিসিটিভি ফুটেজ উঠে এসছে। ফুটেজ দেখে বাকিদের চিহ্নিত করে পুলিশ তল্লাশি চালাচ্ছে।