ভারতীয় ক্রিকেটে হতে চলেছে বড়সড় রদবদল। অনেক দিন থেকেই বিসিসিআই নতুন কোচের সন্ধান চালাচ্ছে। টি-২০ বিশ্বকাপ অবধি রোহিত শর্মাদের কোচ থাকছেন রাহুল দ্রাবিড়। কিন্তু তারপর আর দ্রাবিড় চুক্তির মেয়াদ শেষ, এমতাবস্থায় স্বাভাবিকভাবেই বোর্ড টিম ইন্ডিয়ার (Team India) নতুন কোচের সন্ধানে রয়েছে। অনেকেই দ্রাবিড়ের হটসিটে দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার, আইপিএলে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরকে দেখছেন। এই পরিস্থিতিতে হঠাৎই দেশের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কোচ সংক্রান্ত একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া সাইটে।
সৌরভ গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘একজনের জীবনে কোচের ভূমিকা বিরাট তাৎপর্যপূর্ণ। তাঁদের পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রমই মাঠে এবং মাঠের বাইরে যে কোনও মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়। তাই কোচ এবং প্রতিষ্ঠান ভেবেচিন্তে বেছে নেওয়া দরকার।’ শুরু হয়েছে জল্পনা, অতীতে গম্ভীরের সঙ্গে গাঙ্গুলির কোনও জটিলতা ছিল তা কেবল নিজেরাই বলতে পারবে। সৌরভ ধোনি এবং তাঁর সতীর্থদের নিয়ে নানান সময় মন্তব্য করেছেন গম্ভীরকে নিয়ে ততটা দেখা যায়নি। এটাও সত্যি দিল্লির ছেলে গম্ভীরকে এনেই সৌরভকে সরানো হয়েছিল কেকেআর থেকে আর তা নিয়ে বিতর্ক আজও চলেছে এমনকি শাহরুখ খানকে পর্যন্ত তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল একসময়। আগামীতে কি হয় সেটাই দেখার জন্য অপেক্ষা করছে ক্রিকেট মহল।
ভারতীয় ক্রিকেটে নতুন কোচ নিয়ে মন্তব্য সৌরভের
