ভারতের হাতে আসছে মুম্বই হামলার চক্রী তাহাউর রানা: পাকিস্তান ও বাংলাদেশের জন্য বড় বার্তা
ভারত-পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে, ভারতের তরফে পাকিস্তান ও বাংলাদেশকে এক বড় বার্তা দেওয়া হয়েছে। মার্কিন আদালতের নির্দেশ অনুযায়ী, মুম্বই হামলার অন্যতম চক্রী, পাক বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী তাহাউর রানা শীঘ্রই ভারতে প্রত্যর্পিত হতে চলেছেন। গত বছর আগস্টে মার্কিন আদালত স্পষ্ট জানিয়েছিল যে, রানাকে ভারতে পাঠানোর জন্য সব আইনি প্রক্রিয়া চলছে। ২০২৩ সালের মে মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত তার প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল, এবং এরপর গত মাসে আদালতের আপিল বেঞ্চও সেই নির্দেশে সমর্থন দেয়। ২০০৮ সালের মুম্বই হামলায় তাহাউর রানার সম্পৃক্ততা নিয়ে মুম্বই পুলিশ ৪০৫ পৃষ্ঠার চার্জশিট জমা করেছিল, এবং এখন তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে