
জানা যায় ছ মাস আগে বাবার সাথে ভিন রাজ্যে(মুম্বাই এ) কাজ করতে যায়। সেখানে সব কিছুই ঠিকঠাক ছিলো। মঙ্গল বার সকালে বেলা কাজ করতে গিয়ে নির্মীয়মান বাড়ির তেরো তলা বিল্ডিং থেকে পা পিছলে পড়ে যায় ওই কর্মী।। জানা যায় ওই মৃত যুবকের নাম করুন মন্ডল। বয়স 19 বছর। তার বাড়ি মালদা জেলার মানিকচকের অন্তর্গত গোবিন্দপুর এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত এক চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের একমাত্র ছেলে ছিলেন করুন। বোনের বিয়ের টাকা জোগাড় করার জন্যই সে বাবার সাথে মুম্বাইয়ে গেছিল কাজ করতে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার । এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
