ভেস্তে গেল কালীঘাটের বৈঠক ও লাইভ স্ট্রিমিঙ্গের দাবি একাংশের

#rgkarmedicalcollege#asianews#rgkarmedicalcollegedoctordeath#RGKarProtest#juniordoctor#JuniorDoctorsStrike
#livestreaming#MamtaBanerjee

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যখন বৈঠকের জন্য পৌঁছন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল, সেই সময় বৃষ্টি হচ্ছিল। কালীঘাটে পৌঁছেও তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেননি তখনও বরং নবান্নের মতো এখানেও বৈঠকে লাইভ স্ট্রিমিং নিয়ে ঠান্ডা লড়াই চলছিল। আর তা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। এরপরেই আসরে নামেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির থেকে বেরিয়ে আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে চলে আসেন এবং তাঁদের বৃষ্টির মধ্যে আর দাঁড়িয়ে না থাকার অনুরোধ করেন।কালীঘাটে বৈঠকের জন্য জুনিয়র ডাক্তারদের ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও সেই একই জটিলতা। লাইভ স্ট্রিমিং বা ভিডিয়োগ্রাফি করতে দিতে হবে। ছটায় বৈঠক হওয়ার কথা ছিল। এক ঘণ্টারও বেশি সময় পেরিয়ে যায়। ঘরের দরজায় অপেক্ষা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বসেননি জুনিয়র ডাক্তাররা।বৈঠকের শুরুতেই লাইভ স্ট্রিমিংয়ের দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা তাদের সঙ্গে ভিডিয়োগ্রাফার নিয়ে গিয়েছিলেন। তাকেও বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি। ডাক্তারদের দাবি, গোটা বিষয়টি স্বচ্ছ হওয়া উচিত। তাদেরকেও আন্দোলনকারীদের জবাব দিতে হবে। তাই ভিডিয়োগ্রাফি বা লাইভ স্ট্রিমিংয়ের প্রয়োজন।এদিকে, এরমধ্যেই মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমরা বৃষ্টিতে ভিজো না। আমরা ভিডিয়োগ্রাফি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা সবটাই রেকর্ড করব। নিশ্চিন্তে থাকো। আদালতে মামলা চলছে। আদালত অনুমতি দিলে তোমাদের তা দেব। তোমাদের জন্য আমাদের মুখ্যসচিব সহ অনেকেই অপেক্ষা করছে। মিটিং না করো তোমরা অন্তত এককাপ চা খেয়ে যাও। ভেতরে এসো

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours