ভোটগ্রহণে উত্তেজনা: হাড়োয়া ও নৈহাটিতে BJP-TMC বচসা, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ
বুধবার সকাল 7টা থেকে রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উত্তর 24 পরগনার হাড়োয়া বিধানসভা কেন্দ্রের সদরপুর হাইস্কুলের 200 নম্বর বুথে তৃণমূলকর্মীদের জানালার পাশে ইভিএম বসানোর সময় বিজেপি বাধা দেয়। তৃণমূল কর্মীরা জানালা থেকে ইভিএমের ভিডিও করছিলেন, যা দেখে বিজেপি প্রার্থী বিমল দাস বিরোধিতা করেন। এর ফলে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়।
এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কারণ প্রাক্তন তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভা নির্বাচনে জেতার পর পরই প্রয়াত হন। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 1,670 জন রাজ্য পুলিশের কর্মী মোতায়েন করা হয়েছে।
এছাড়া, নৈহাটি মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের 63 নম্বর বুথে বিজেপির এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নৈহাটির 79 নম্বর বুথে বিজেপির ফ্লেক্স ও ব্যানার সরানোরও অভিযোগ ওঠে। পুরো ঘটনায় বিজেপি প্রার্থী রূপক মিত্র নির্বাচন কমিশনের কাছে ইমেল করে অভিযোগ জানিয়েছেন।