লোকসভা ভোট মিটতে না মিটতেই পেট্রোল -ডিজেলের দাম বৃদ্ধি।
ভোটের রেজাল্ট বেরানোর 1মাসের মধ্যেই পেট্রোল ডিজেলের দাম বাড়লো। লিটার প্রতি পেট্রোলের দাম 1 টাকা 1 পয়সা বেড়ে হয়েছে 104 টাকা 95 পয়সা। ডিজেলের দাম 1 টাকা বেড়ে লিটার প্রতি 91 টাকা 76 পয়সা হয়েছে। 1st জুলাই আজ থেকেই এই বর্ধিত দাম রাজ্যজুড়ে কার্যকর হবে। রাজ্যের করের কারণে এই জ্বালানি তেলের দাম বেড়েছে বলে মনে করছে পেট্রোল পাম্প মালিক সংগঠন।লোকসভা ভোটের আগে মার্চের মজামাঝি সময়ে প্রায় 2 টাকা দাম কমেছিলো পেট্রোল ডিজেলের। তারপরবর্তী সময়ে 2 – 3মাস এই তেলের কোনো দাম বৃদ্ধি পায়নি। আর এখন এই ভোটের পরে যেভাবে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে তা সাধারণ মধ্যবিত্ত মানুষ দের দুশ্চিতার বিষয় হয়ে দাঁড়িয়েছে।