মণীশকে জড়িয়ে পোজ! বলিউড তারকাদের সঙ্গে দিওয়ালি পার্টিতে তাক লাগালেন সৌরসেনী
টলিপাড়ার চেনা মুখ সৌরসেনী মৈত্র । বর্তমানে তিনি খুবই ব্যস্ত থাকেন। কলকাতা- মুম্বইতে যাতায়াত যেন লেগেই রয়েছে। কিছু আগেই ফিরেছেন নর্থ .আমেরিকা বঙ্গ সম্মেলন থেকে। বিদেশের মাটিতে এই অনুষ্ঠানে, রীতিমতো মঞ্চ মাতানো পারফরম্যান্সে তাক লাগিয়েছেন সকলকে। তবে বুধবার থেকে সকলের চোখ আটকেছে অভিনেত্রীর সোশ্যাল পেজে।বোল্ড লুকে বি-টাউনের হাই ভোল্টেজ পাটিতে সামিল হয়ে, নেটপাড়ায় রীতিমতো আগুন ঝরাচ্ছেন টলি নায়িকা।
জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে দেখা গেল সৌরসেনীকে। স্টার স্টাডেড পার্টিতে মণীশকে জড়িয়ে ধরে পোজ দিয়ে সেই মুহূর্ত লেন্স বন্দি করেছেন তিনি। এছাড়াও বরুণ ধাওয়ান কিয়ারা আডবানি কৃতি শ্যানন, দিব্যেন্দু শর্মা অভয় দেওয়াল, বিজয় বর্মা, রাধিকা মদন, কুসা কপিলাদের সঙ্গে ফটোসেশন এর নানা মুহূর্ত নিজের সোশ্যাল পেজিএফ শেয়ার করেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ”দিওয়ালি উদযাপন শুরু হলো আমার প্রিয় মনীশ মালহোত্রার সঙ্গে’।দারুণ আতিথেয়তা। আমার সিনড্রেলা মোমেন্টের প্রতিটা মুহূর্ত উপভোগ করলাম। উষ্ণ অভ্যর্থনা আর এতটা ভালোবাসা জন্য অসংখ্য ধন্যবাদ।”
মণীশ মালহোত্রার দিওয়ালি ব্যাশ-এ (Manish Malhotra’s Diwali Bash) যোগ দেওয়ার জন্য মুখিয়ে থাকেন বলিপাড়ার তারকারা। প্রতি বছর রীতিমতো চাঁদের হাঁট বসে এই পার্টিতে। চারিদিকে থাকে শুধুই ফ্যাশন। গ্লামারের ছটা। রেড কার্পেট এ ডিসাইনার ড্রেস এ একে অপরকে জব্বর টেক্কা দেন তারকারা। এ বছর মনীষের দিওয়ালি পার্টিতে উপস্থিত ছিলেন, গৌরী খান,আলিয়া ভাট, করন জোহার, বরুণ ধাওয়ান, রাধিকা মার্চেন্ট, ঈসা আম্বানি, সিদ্ধার্থ-কিয়ারা, কৃতি স্যানোন, সুহানা খান, জাহ্নবী কাপুর -এর মত বড়ো বড়ো সেলেবরা।