মধ্যপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণে ভেঙে পড়ল ৩ টি বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে ৩ জন মৃত।
সোমবার গভীর রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মধ্যপ্রদেশের মোরেনা জেলার রাঠোর কলোনি এলাকা। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে তিনটি বাড়ি। সেই বাড়ির ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে এখনও পর্যন্ত ৪ জন মারা গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। জখম অবস্থায় আরও ৫ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাঠোর কলোনির একটি বাড়িতে মূলত বিস্ফোরণটি ঘটে ,যার জেরে সংলগ্ন আরও দুটি বাড়ি ভেঙে পড়ে। এই প্রসঙ্গে মোরেনা পুলিশের আধিকারিক সমীর সৌরভ বলেছেন, ‘‘সোমবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে ওই বিস্ফোরণ ঘটল, তা এখনও জানা যায়নি। ধ্বংসস্তূপের নীচ থেকে অক্ষত অবস্থায় একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। অর্থাৎ সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়নি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।