মধ্যমগ্রামের রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, ভেতরে আটকে কয়েকজন

বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। একটি রাসায়নিক কারখানায় এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নি কাণ্ডে ঝলসে গিয়েছেন কারখানার এক কর্মী। জখম একাধিক। কয়েকজন এখনও ভেতরে আটকে রয়েছেন বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।

মধ্যমগ্রামের বাদুবাজার কাঞ্চনতলা এলাকায় রয়েছে ওই রাসায়নিক কারখানাটি। সূত্রের খবর, এদিন দুপুরে আচমকা ওই কারখানায় আগুন লেগে যায়। তবে কী থেকে আগুন তা এখনও স্পষ্ট নয়।
জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে একজনকে অগ্নিদগ্ধ এবং দু’জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভেতরে আটকে রয়েছেন আরও কয়েকজন। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা শুরু হলেও এখনও কারখানার ভেতরে প্রবেশ করতে পারেননি দমকলের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাসায়নিক কারখানায প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকার ফলে আগুন মুহূর্তে বিধ্বংসী আকার নিয়েছে। দমকলের পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান কারখানার কর্মীরা। এগিয়ে আসেন স্থানীয়রাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও একাধিক ইঞ্জিন আনা হচ্ছে বলে দমকল সূত্রের খবর।
গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমানসেও তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author