মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ জানুয়ারি তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারে মোদি লেখেন, “জন্মদিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে শুভেচ্ছা জানাই। ওঁর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।”যদিও রাজনৈতিক মতাদর্শে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী, তবে সৌজন্যবশত প্রতি বছরই মমতার জন্মদিনে শুভেচ্ছা জানান মোদি। একইভাবে, মমতাও মোদিকে শুভেচ্ছা জানান। মমতা নিজেই একাধিক বার বলেছেন, মোদির জন্মদিনে তিনি তাকে কুর্তা পাঠান, আর মোদির জন্মদিনে মমতা ফুল ও মিষ্টি পাঠান।এদিকে, মমতার জন্মদিন ৫ জানুয়ারি বলে খাতায়কলমে উল্লেখ হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিকবার বলেছেন যে, তাঁর জন্মদিন দুর্গাপুজোর সময়ে হয়। মমতা তার বই “একান্তে”তে লিখেছিলেন, “মায়ের কথানুযায়ী দুর্গাপুজার মহাষ্টমী দিন সব্ধিপুজোর সময় আমার জন্ম। তিনদিন আগে থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল এবং আমার চোখ খোলার পর বৃষ্টি থেমে যায়।” এই লেখার মাধ্যমে তিনি জানান যে, তাঁর জন্মদিনের তারিখ নিয়ে এক ধরণের ধোঁয়াশা রয়েছে।প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি, অন্যান্য রাজনৈতিক নেতারাও মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেত্রী সুপ্রিয়া সুলে মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাই। সুস্থ থাকুন।”রাজ্যের মন্ত্রী মলয় ঘটক মমতাকে “রোল মডেল” হিসেবে উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, “আপনি আমার কাছে অনুপ্রেরণা, আলোর দিশারী।” কংগ্রেসের প্রফুল্ল পটেল ও মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়জিকে জন্মদিনের শুভেচ্ছা। উনি সুস্থ থাকুন, ভাল থাকুন, আরও শক্তি পান।”এভাবেই, মমতার জন্মদিন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু ও সুস্থতার কামনা করেছেন।