মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কৃতজ্ঞতা’ জানিয়ে ১৭৫ কিমি মানববন্ধন, কর্মসূচি মহিলা তৃণমূলের

#MamataBanerjee#GratitudeMarch#175KmHumanChain#WomenTMC#DurgaPuja#Empowerment#ChandrikaBhattacharya#CommunitySupport#WestBengal#SafetyFirst#Unity#TMC#HumanRights#WomenEmpowerment#PublicAwareness#Solidarity#asianews#asianewslive

দুর্গাপুজোর বাজনা বেজে গিয়েছে। আর পুজো শুরুর আগে শেষ কর্মসূচির আয়োজনে নেমেছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কৃতজ্ঞতা’ জানিয়ে মানববন্ধন কর্মসূচির উদ্যোগ তৃণমূলের মহিলা সংগঠনের। শনিবার তৃণমূল ভবনে মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের জেলা সংগঠনের নেতৃবৃন্দ। সেই বৈঠকেই আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ১৭৫ কিলোমিটার মানববন্ধন কর্মসূচি নেওয়া হয় দলের তরফে।

চন্দ্রিমা জানান,৩০ সেপ্টেম্বর দুপুর ২ টো থেকে ৩ টের মধ্যে এই মানববন্ধন করবেন দলের মহিলা সদস্যেরা। প্রতিটি সাংগঠনিক জেলাতে ৫ কিলোমিটার করে সমস্ত রাজ্য জুড়ে মোট ১৭৫ কিলোমিটার মানববন্ধন গড়তে চায় রাজ্যের শাসক দল। আর এই কর্মসূচির স্লোগান হবে, ‘আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে’। কর্মসূচি প্রসঙ্গে চন্দ্রিমার বক্তব্য, ‘‘বাংলায় নারী ক্ষমতায়নে মুখ্যমন্ত্রী অনবদ্য ভূমিকা নিয়েছেন। তাঁর সেই ভুমিকার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা মানববন্ধন কর্মসূচি করব।’’

দুই কলকাতা জেলাকে একত্রে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে শুরু হয়ে মানববন্ধনটি যাবে ভিক্টোরিয়া হাউসের সামনে পর্যন্ত। এই কর্মসূচির জন্য যাতে যান চলাচলে কোনও অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হবে বলে জানান হয়। বর্ধমান পশ্চিম জেলা সংগঠনকে বলা হয়েছে দু’টি মানববন্ধন করতে। একটি দুর্গাপুরে, অপরটি হবে আসানসোলে।

প্রসঙ্গত, আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। বিভিন্ন আন্দোলন কর্মসূচির মাঝেই ‘তিলোত্তমার’ বিচারের দাবিতে গত ৮ সেপ্টেম্বর সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত রাস্তার ধারে হাজার হাজার মানুষ হাতে হাত রেখে এক বিশাল মানববন্ধনের সৃষ্টি করেছিলেন। এইবার রাজ্যের শাসকদলও হাটতে চাইছে সেই পথেই, পার্থক্য শুধু এই কর্মসূচি হবে মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জ্ঞাপনের কর্মসূচি।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours