মহাত্মা গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলে বিপাকে অভিজিৎ ভট্টাচার্য, আইনি নোটিস পাঠালেন আইনজীবী

বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্যের বিতর্কিত মন্তব্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মহাত্মা গান্ধীকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করেন, যা তাকে আইনি জটিলতার মধ্যে ফেলে দিয়েছে। অভিজিৎ বলেন, “মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক ছিলেন ভারতের নয়। ভারতবর্ষের অস্তিত্ব তো ছিলই, পাকিস্তান পরে তৈরি হয়েছে। ভুল করেই ভারতে গান্ধীকে জাতির জনক বলা হয়। পাকিস্তানের অস্তিত্বের জন্য তিনিই দায়ী।”এমন মন্তব্যের পরই পুণের আইনজীবী অসীম সারোডে ক্ষিপ্ত হয়ে আইনি নোটিস পাঠিয়েছেন অভিজিতের উদ্দেশ্যে। তিনি জানিয়েছেন, “অভিজিৎ ভট্টাচার্য অবিলম্বে ক্ষমা চাইতে না পারলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।” গায়ক অভিজিৎ ভট্টাচার্য এর আগে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। শাহরুখ খান, সলমন খান থেকে রণবীর কাপুর, কোনো বলিউড তারকাকে তিনি রেয়াত করেননি। সম্প্রতি, রণবীর কাপুরের রামমন্দির উদ্বোধনে উপস্থিতির বিষয়েও অভিজিৎ মন্তব্য করেছিলেন, “এমন এক ব্যক্তিকে রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হল যিনি গোমাংস খান। এদিকে, আমাদের দেশে গরুকে মা হিসেবে পুজো করা হয়।”এছাড়াও, আরডি বর্মন এবং মহাত্মা গান্ধী নিয়ে অভিজিতের বিতর্কিত মন্তব্য আরও আগেই সংবাদ শিরোনাম হয়েছিল। তিনি বলেন, “আরডি বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন। গান্ধী যেমন জাতির জনক, তেমনই আরডি বর্মন ছিলেন সঙ্গীত জগতের জনক।”অভিজিতের এসব মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে এবং আইনি নোটিসের মধ্যে দিয়ে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author