মহানায়িকার পারিশ্রমিক ছিল লাখের বেশি :
বাঙালির তিনি মহানায়িকা এখনও সকলের মনে আসে একজনেরই নাম তিনি হলেন সুচিত্রা সেন তাঁর যোগ্য অভিনেতা ছিলেন উত্তমকুমার। এতগুলো বছর কেটে যাওয়ার পরেও উত্তম-সুচিত্রার জুটি বাঙালির প্রিয়র তালিকায় এক নম্বরে উঠে আসে। সে যুগের দাপুটে অভিনেতা-অভিনেত্রী। ইদানীং কালে অনেকের মনেই একটা প্রশ্ন আসে। জানেন কি? উত্তম এবং সুচিত্রা প্রতি ছবি পিছু কত পারিশ্রমিক নিতেন? শুনে কৌতূহল হলো কমার নয়
তারা ছিলেন সুপাস্টার কাজেই পারিশ্রমিক অনেকটাই পেতেন তাঁরা তা কিছুটা আন্দাজ করা যায়। কিন্তু জানেন কি উত্তমকুমারের থেকেও বেশি পারিশ্রমিক পেতেন নায়িকা। সে সময় অভিনেত্রী যা পারিশ্রমিক নিতেন তা বর্তমানের বাজার মূল্য অনুসারে ৭০ থেকে ৮০ লক্ষ টাকারও বেশি। তাঁর পারিশ্রমিকের অঙ্ক শুনলে চোখ কপালে উঠে যাবে। যদিও সঠিক টাকার যদিও জানা যায়নি।
শোনা যায়, সে সময় অভিনেত্রী তাঁর প্রতি সিনেমা পিছু প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা। তবে এই পারিশ্রমিক তিনি নিতেন নাকি তাঁর কেরিয়ারের প্রথম দিকে। জনপ্রিয়তা পাওয়ার আগেই যদি তাঁর প্রাপ্ত টাকার অঙ্ক ৪ থেকে ৫ লক্ষ তখনকার দিনে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা ছিলেন তিনি। প্রথম কয়েকটি ছবিতে অভিনয় করতে না করতেই সকলের নজর কাড়েন নায়িকা। জনপ্রিয়তা হয়ে ওঠে গগনচুম্বী।