মহারাষ্ট্রে ছোট বোনের সামনেই নয় বছরের শিশুকে ধর্ষণ, .. মর্মান্তিক ঘটনা
#RGCareCase
#WomenSafety
#SexualViolence
#JusticeForVictims
#CrimeAgainstWomen
#MaharashtraIncidents
#NagpurCrime
#ParliCrime
#PoliticalDebate
#GenderJustice
#JusticeForChildren
#EndRapeCulture
#SafetyForAll#asianews#asianewslive
আর জি কর কান্ডের আবহে ধর্ষণের মতো ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। এরূপ অবস্থায় নারী নিরাপত্তার প্রশ্ন যেমন উঠছে, তেমনি সমাজে বিকৃত মানসিকতার মানুষ ও বাস করছে , যাদের জন্য সমাজে দিনের পর দিন এই ধর্ষণের ঘটনা ঘটছে। এখনো আরজিকর কান্ডের সুবিচার পেল না। তার মধ্যে এত ধর্ষণের কাণ্ড ঘটছে তার বিচার কে করবে?
এই পরিস্থিতিতে আবারও বিজেপি শাসিত রাজ্যে মহারাষ্ট্রে বদলা পুরের পর নাগপুরে নারী নির্যাতন ধর্ষণের মতো ঘটনা ঘটে। ধর্ষণের মত ঘটনায় পুলিশ মূল অভিযুক্তদের এখনো ধরতেই পারেনি।
নাগপুর সংলগ্ন পারদি এলাকায় ৯ বছরের শিশুকন্যাকে তার ছোট বোনের সামনে পাশবিক নির্যাতন, করা হয়, বিচারের দাবি জনমজুর বাবা-মায়ের!
নারী সুরক্ষা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
শুধুই পশ্চিমবঙ্গ নয় বিজেপি শাসিত রাজ্যে ও এই ঘটনা ঘটে চলেছে
+ There are no comments
Add yours