মহালয়ায় চলছে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ, বঙ্গের একাধিক নদী-ঘাটে কড়া নিরাপত্তা
আজ মহালয়া । আশ্বিন মাসের শুক্লপক্ষে অমাবস্যা তিথিতে পিতৃ পক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা ৷ এই লগ্নে জলাশয়ে দাঁড়িয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে বৈদিক মন্ত্রচারণ করে জলদান করার প্রাচীন রীতি আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয় । পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের জন্য রাজ্যের একাধিক নদীর ঘাটে গিয়েছেন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ ৷ তাই পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ৷
পিতৃপুরুষের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে বুধবার ভোর থেকেই দিঘার সমুদ্র সৈকতে শুরু হয়েছে তর্পণ । জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ দীঘার সমুদ্রে দাঁড়িয়ে তর্পণ করেন এবং পিতৃপুরুষের আত্মার শান্তি কামনার্থে জল দেন ।নিরাপত্তা সুনিশ্চিত করতে ভোর থেকেই নজরদারির কাজ শুরু করেছে দীঘা থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী । একই চিত্র অন্যানো জেলায় , তার মধ্যে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে পিতৃতর্পনের চিত্র দেখা গেল ৷ পিতৃ তর্পণ করতে সাধারণ মানুষের ভিড় উপছে পড়েছে সেখানে । গঙ্গাস্নান করার পাশাপাশি চলছে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ৷
অন্যদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা উপকূল তীরবর্তী এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি । যদিও আবহাওয়ার ভ্রুকুটিকে উপেক্ষা করেই পূর্ব পুরুষের উদ্যেশে চলছে জলদানের রীতি ৷
অমাবস্যার কোটাল থাকার কারণে ইতিমধ্যেই গঙ্গাসাগরে জলস্ফীতি দেখা দিয়েছে । ব্লক প্রশাসনের আধিকারিকদের তরফে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে চলছে পুণ্যার্থীদের সতর্কীকরণের প্রচার ৷শুধুমাত্র গঙ্গাসাগরে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন এমনটাই নয় । দক্ষিণ 24 পরগনা বিভিন্ন গঙ্গার ঘাটেই তর্পণ ও পুণ্যস্নানের উদ্দেশে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ ৷ প্রতিটি ঘাটে চলছে পুলিশের নজরদারি ।