মাছ ধরতে গিয়ে বিরাট কেলেঙ্কারি! জালে উঠল পারমাণবিক সাবমেরিন, শুরু তুমুল হইচই
একটি মাছ ধরার জালে আচমকাই পারমাণবিক সাবমেরিন ধরা পড়েছে, তাহলে নিশ্চয়ই আপনি অবাক হবেন! এমনকি, বিষয়টির রীতিমতো অবিশ্বাস্য বলেও মনে হতে পারে। কিন্তু, এই অবাক করা ঘটনাই এবার ঘটেছে নরওয়েতে। যার ফলে আমেরিকা সহ সমগ্র বিশ্বেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। শুধু তাই নয়, ৭,৮০০ টন ওজনের পারমাণবিক সাবমেরিন কীভাবে মাছ ধরার জালে আটকে গেল সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে।
১১৫ মিটার দীর্ঘ পারমাণবিক সাবমেরিন: রিপোর্ট অনুযায়ী, নরওয়ের কিছু জেলে ট্রমসের কাছে একটি নৌকো থেকে মাছ ধরছিলেন। সেই সময়ে তাঁরা ১,৫০০ পাউন্ডের হ্যালিবাট মাছ দেখতে পান। এরপর আরও মাছ পাওয়ার আশায় তাঁরা আবার জলে জাল ফেলেন। কিন্তু তারপরে যা ঘটে তাতে চক্ষু চড়কগাছ হয়ে যায় জেলেদের। জালে আটকে পড়ে বিশাল সাবমেরিন ইউএসএস ভার্জিনিয়া। এটি মার্কিন নৌবাহিনীর একটি মারাত্মক পারমাণবিক সাবমেরিন। যেটি প্রায় ১১৫ মিটার দীর্ঘ। এই পারমাণবিক সাবমেরিনের ওজন প্রায় ৭,৮০০ টন।