মাত্র ২০ টাকার জন্য মাকে কুড়ুল দিয়ে হত্যা! পুলিশের জালে অভিযুক্ত ছেলে
হবিবপুর ব্লকের মধ্যম কেন্দুয়া গ্রামে মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায়, ২২ বছরের চয়ন সিংহ তার মা আরতি সিংহকে মাত্র ২০ টাকার জন্য কুড়ুল দিয়ে হত্যা করে। মায়ের সাথে আর্থিক বিষয় নিয়ে বিবাদের জেরে এই নৃশংস ঘটনা ঘটে।
উত্তেজিত গ্রামবাসীরা চয়নকে ধরে বেঁধে রাখলেও কোনো মারধর করেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে এবং খুনে ব্যবহৃত রক্তাক্ত কুড়ুল বাজেয়াপ্ত করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ এবং অভিযুক্তের মানসিক অবস্থার তদন্ত চলছে। মা-ছেলের সম্পর্কের এই করুণ পরিণতি গোটা এলাকায় শোকের ছায়া ফেলেছে।