মানিকচকের পাঁচটি অঞ্চলে প্লাবনের আশঙ্কায় সতর্কতা জারি
নিম্নচাপের জেরে কিছুদিন ধরে লাগাতার বৃষ্টি চলেছে। আর তার জন্য বেশ কিছু নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। এই কারণেই নদীর বাঁধ খুলে দেওয়া হয়েছে। নদী বাঁধ খুলে দেওয়ার কারণে অতিরিক্ত জল বাড়ার সম্ভাবনা রয়েছে। গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধি পেলে মানিকচকের পাঁচটি অঞ্চলকে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে যার জন্য ওই এলাকায় মাইকিং করে যাদের মাটির বাড়ি রয়েছে তাদেরকে ওই বাড়ি ছেড়ে সতর্ক করা হচ্ছে যেন তারা কোন নিরাপদ আশ্রয়স্থলে যায়। প্রশাসনের তরফ থেকে ত্রাণ শিবির খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।