মানুষের কষ্ট লাঘবে সোচ্চার হবে আওয়ামি লিগ, বার্তা হাসিনার

নূর হোসেন দিবসকে সামনে রেখে ঢাকার রাজপথে নামার ডাক দিয়েছিল আওয়ামি লিগ। এটাই ছিল বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার প্রথম ‘সংগ্রাম’। অভিযোগ, ওই চত্বরে যেতে বাধা দেওয়া হয়েছিল আওয়ামি লিগের কর্মীদের। তাঁদের অনেককেই গ্রেপ্তার করাও হয়েছে। তারপরেই একটি বার্তা দিয়েছেন শেখ হাসিনা। আওয়ামি লিগের সভাপতির দাবি, এই ভাবে তাদের দমিয়ে রাখা যাবে না। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাঁদের আন্দোলন এবং সংগ্রাম চলবে বলেও জানিয়েছেন হাসিনা।
ছাত্র-জনতার অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর, রবিবার, ঢাকার জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছিল। ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই প্রথম রাজপথে নামার ডাক দিয়েছিল আওয়ামি লিগ। কিন্তু ওই কর্মসূচি ঘোষণার পরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়ে দেন, আওয়ামি লিগকে কোনও মিছিল বা কর্মসূচি করতে দেওয়া যাবে না।

আওয়ামি লিগের অভিযোগ, তারপরেও তাদের দলের কর্মীরা সেখান গেলে তাদের মারধর করা হয়। তাদের বাধা দেওয়ার পাশাপাশি ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছে আওয়ামি লিগ। এরপরে একটি বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা। রবিবার রাতে আওয়ামি লিগের অফিসিয়াল ফেসবুক পেজে ওই বার্তা দেওয়া হয়েছে। তাতে দলের কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন হাসিনা। এরই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলার অবনতিতে দেশের মানুষ এখন অসহায়। বাংলাদেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই। সাধারণ মানুষের কষ্ট লাঘবে আওয়ামি লিগ সব সময় সোচ্চার থাকবে বলে জানিয়েছেন তিনি।
আগামী দিনেও তাঁরা ফের পথে নেমে আন্দোলন করবেন বলেও জানিয়েছেন আওয়ামি লিগের সভাপতি। তিনি ওই বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে নূর হোসেন দিবস থেকেই আওয়ামি লিগের সংগ্রাম শুরু। সাধারণ মানুষকে সাথে নিয়েই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে আওয়ামি লিগ।’ ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানোর উদ্যোগ নেওয়ার জন্যও ১০ জনকে ‘অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছেন হাসিনা।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author