মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতার জন্য বড় ঘোষণা
#NarendraModi#JoeBiden#KolkataAnnouncement#SemiconductorPlant#QuadSummit#BilateralMeeting#ModernTechnology#JobCreation#IndianEconomy#ChipsManufacturing#InvestmentInIndia#KolkataDevelopment#Electrification#TechRevolution#BengalInvestment#GlobalPartnerships#asianews#asianewslive
আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ! আর এরপরেই কলকাতার জন্য বড় ঘোষণা। ‘সেমিকন্ডাক্টর প্লান্ট’ কলকাতায় তৈরির সম্ভাবনা। আধুনিক একটি চিপ তৈরির সংস্থা।এই চিপ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হল সেমিকন্ডাক্টর । আর সেটাই এবার তৈরি হবে শহরে। ‘কোয়াড’ সম্মেলনে যোগ দিতে আমেরিকায় ইয়ড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক বৈঠক হয় জো বাইডনে সঙ্গে । যেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
আর সেখানে সেমিকন্ডাক্টর কারখানা’ কারখানা তৈরি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জো বাইডেনের আলোচনা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আগেই ভারতে তিনটি ‘সেমিকন্ডাক্টর কারখানা’র ভারতে তৈরি হবে বলে সিদ্ধান্ত নেয় মোদী সরকার। যার মধ্যে একটি গুজরাতে হবে বলে খবর।তেমনই আরও একটি কারখানা বাংলায় তৈরি করা নিয়ে বৈঠক সারলেন মোদী। এই কারখানা কলকাতায় তৈরি হলে বিপুল কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। ‘সেমিকন্ডাক্ট’র একটি আধুনিক বস্তু। যা চিপ কিংবা মাইক চিপে ব্যবহার করা হয়। ইলেকগট্রিফিকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ‘সেমিকন্ডাক্ট’।
তেমনই আরও একটি কারখানা বাংলায় তৈরি করা নিয়ে বৈঠক সারলেন মোদী। এই কারখানা কলকাতায় তৈরি হলে বিপুল কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। ‘সেমিকন্ডাক্ট’র একটি আধুনিক বস্তু। যা চিপ কিংবা মাইক চিপে ব্যবহার করা হয়। ইলেকগট্রিফিকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ‘সেমিকন্ডাক্ট’।