মা হয়ে নিজের সদ্যোজাত মেয়েকে খুন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে
#Siliguri#MotherMurder#Newborn#Shock#Brutality#Humanity#Grief#LocalResidents#Safety#emotional#asianews#asianewslive
নিজের সদ্যোজাত ও ২৫ দিনের শিশু কন্যা কে কুঁয়োয় ছুঁড়ে ফেলে দিয়ে নৃশংসতার পরিচয় দিল মা। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর অটো স্ট্যান্ড এলাকায়। ঘটনাটি ঘটার পরে দমকল স্থানীয় থানায় খবর দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওয়ার্ড কাউন্সিলর দুলাল দত্ত। তবে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ অভিযুক্ত মাকে গ্রেফতার করে। এবং পরবর্তীতে দমকল দপ্তর থেকে লোক এসে ওই শিশু কন্যাকে কুয়োর থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে বাবার সাথেই ঘুমিয়ে ছিলেন ঐ ২৫ দিনের ছোট্ট শিশুকন্যা।
সেই সময় তার মা সন্তানকে তুলে নিয়ে গিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয় । সেই ঘটনাটি স্থানীয় এক বাসীন্দা দেখে ফেলে । মর্মান্তিক এই ঘটনায় শোকাহত এলাকার স্থানীয় বাসীন্দারা।
Disclaimer from Asia News Live:
At Asia News Live, we strive to deliver comprehensive and timely news coverage. Please be advised that some of our content may include depictions of violence, graphic imagery, and sensitive subjects. We recognize the impact these topics can have and encourage viewer discretion.
Our goal is to inform and raise awareness about critical issues affecting our communities. If you or someone you know is affected, we recommend seeking support from professionals.
Thank you for following Asia News Live. We appreciate your thoughtful engagement with our content.