স্কুলে মিড ডে খাওয়ানোর সময় খাবারে বিছে দেখতে পায় পড়ুয়া , বেলা 11 টার সময় খাবার দেয়া হয়েছিলো। মিড ডে মিলের খাবারে ছিলো ভাত আর তরকারি সেই তরকারিতে বিছে দেখতে পাওয়ার পরে স্কুলের শিক্ষক দের জানালে তারা খাবার টি থেকে বিছে টিকে ফেলে দিয়ে খাবার টা খেতে বলার পরামর্শ দেয়। এই ঘটনাটি ঘটেছে গঙ্গাজল ঘাটির লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে । শুক্রবার দিন এই ঘটনাটির পরে স্কুলে হই চই পরে যায়। এক স্কুল পড়ুয়া জানায় খাবারে বিছে টি দেখতে পাওয়ার পর স্কুলের প্রধান শিক্ষককে জানালে ঘটনাটি গোপন করতে বলে। মিড ডে মিলের খাবার টি ফেলে দেয় স্কুল কতৃপক্ষ। স্কুল কতৃপক্ষ জানিয়েছেন কোনো স্কুল পড়ুয়া অসুস্থ হয়নি। তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখা হয়েছে। খবর টি স্কুল পড়ুয়ার অভিভাবক দের কাছে পৌঁছালে তারা উদবিগ্ন হয়ে পড়েন। স্কুলে ক্ষোভ দেখাতে শুরু করেন। তবে কি করে এই খাবারে বিছে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাধুনীদের কোনো গাফিলতি না কি অন্য কোনো কারণ ? তাই জানার চেষ্টা করছে কতৃপক্ষ । তবে এই ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে।
এরকম ভাবে যদি খাবারের গুণগত মান , স্বাস্থবিধি না মেনে রান্না হয় তাহলে স্কুল পড়ুয়া দের স্বাস্থ্যে ক্ষতিগ্রস্ত হবে।