মিথ্যা বলার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিশনে বিজেপি

নির্বাচনী প্রচারে মিথ্যা বলার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। বিজেপি সংবিধান ধ্বংস করেছে বলে প্রচারের ময়দানে কংগ্রেস নেতা বারবার অভিযোগ করেছেন। যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি বিজেপির। মিথ্যা প্রচারের অভিযোগে রাহুল গান্ধীর নামে কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। পাল্টা অভিযোগ দায়ের করেছে কংগ্রেসেরও।
সংবিধান বাঁচাও’ স্লোগান তুলে লোকসভা নির্বাচনে সাফল্য পেয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী অভিযোগ করেছে বিজেপি দেশের সংবিধান ধ্বংস করছে। এমনকি লোকসভা নির্বাচনের প্রচার থেকে রাহুল গান্ধী বেশিরভাগ জনসভায় একটি সংবিধানের ‘রেড বুক’ নিয়ে ভাষণ দেন। এবার সেই ভাষণকে কংগ্রেস নেতার বিরুদ্ধে হাতিয়ার করে ভোট ময়দানে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, সংবিধান বাঁচাও সভা থেকে যে সংবিধানের কপিগুলি বিলি করা হয়েছে, সেগুলির ভিতরে কিছু লেখাই নেই। এ নিয়ে বিজেপি মহারাষ্ট্রের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করে, তাতে দেখানো হয়েছে সংবিধান কপি ফাঁকা। কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপির তরফে পোস্টে বলা হয়েছে, কংগ্রেস এভাবেই সংবিধান মুছে ফেলতে চায়। পাশাপাশি বিজেপি মুখ্য নির্বাচন কমিশনকে রাজীব কুমারের সঙ্গে দেখা করে রাহুল গান্ধীর নামে অভিযোগ জানায়। বলা হয়েছে মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী মিথ্যা কথা বলেছেন। রাজ্যের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। তিনি সংবিধান নষ্ট করার চেষ্টা করেছেন। মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করে বলেছেন বিজেপি সংবিধান ধ্বংস করছে। এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। বিজেপি কমিশনে রাহুল গান্ধীর বিরুদ্ধে রাহুল গান্ধীর বিরুদ্ধে আইনানুযায়ী পদক্ষেপ করা দাবি জানিয়েছে। এমনকি এফআইআর করা উচিত বলে মনে করছে গেরুয়া শিবির

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author