মীনাক্ষীর ‘বুকে ধাক্কা, সজোরে ঘুষি’ পুরুষ পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক ডিওয়াইএফআই নেত্রী

#KolkataIncident#DYFIRights#PoliceBrutality#MinakshiMukherjee#JusticeForMinakshi#August9thIncident#KolkataPolice#HumanRights#PoliceMisconduct#Women‘sRights #JusticeForAll#AccountabilityNow#asianews

অগাস্ট কলকাতার বুকে ঘটে যায় সেই নৃশংস মর্মান্তিক ঘটনা। যে রহস্যের জট আজও খোলেনি। পরপর বেশ কয়েকটি প্রশ্নই মাথা চাড়া দিয়ে উঠছে। সেদিনের ঘটনার উল্লেখ করেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষি। অভিযোগ সেদিন, আরজি কর হাসপাতালের মর্গ থেকে দেহ দ্রুত বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সেই সময় মিনাক্ষী মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলতে যান। আর তখনই সেখানে উপস্থিত পুরুষ পুলিশকর্মীদের আচরণের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি। মীনাক্ষির অভিযোগ, সেখানকার পুলিশকর্মীরা ইচ্ছে করেই তাঁর বুকে ধাক্কা দেয়, সজোরে ঘুষি চালায়। তিনি জানান, এইসময় উপস্থিত পুলিশের একাংশ অভিষেক গুপ্তার নেতৃত্ব কোনোরকম মহিলা পুলিশের অনুপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার নামে বিনা প্ররোচনায় সচেতনভাবে ও ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারে, কয়েকটি সজোরে ঘুষি চালায়, মহিলা পুলিশ ছাড়াই বহু সংখ্যক পুরুষ পুলিশ আমাদের ধাক্কা দেয়, মারে

৯ অগাস্ট হাসপাতালের সামনে ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। সে-সময় নাকি যথেষ্ট মহিলা পুলিশ সেখানে ছিলেন না। এই সময় পুরুষ পুলিশকর্মীরাই নাকি জোড়াজুড়ি করে তাঁদের সেখান থেকে সরায়। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারার ও ক ঘুষি মারার অভিযোগ করেন তিনি। অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন তিনি। চিঠি লিখলেন নগরপাল বিনীত গোয়েলকে। অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে এফআইআর করে পদক্ষেপের দাবি করেছেন তিনি।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours