
কালীঘাটে সরকারি জমি র অপর তৈরি করা বাড়িকে মুক্ত করে কলকাতা পুলিশের হাতে তুলে দিল। সেই বাড়িটিকে পুলিশ ক্যাম্প করা হলো। কলকাতা পুরসভার পক্ষ থেকে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন … এই বাড়িটি সরকারি জমির উপর তৈরি করা হয়েছে। ফলত এই বাড়িটি সরকারি সম্পত্তি । সেজন্য এই বাড়িটি পুলিশের হাতে দেওয়া হয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য করেছেন কোনো পারমিশন ছাড়ায় অনেকে দোতলা তিন তলা চারতলা বাড়ি তুলে ফেলছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গ্রেফতার করার নির্দেশ ও দিয়েছেন। বুধবার দিন সরকারি জমি দখল মুক্ত করতে গিয়ে পুর অধিকারিকরা দেখতে পায় একটি ক্লাব ঘর রয়েছে সরকারি জমির উপর । ঐ বাড়িটি মুখমন্ত্রীর নিজের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বাড়ি । সম্পর্কে মুখ্যমন্ত্রীর ভাইঝি। সেই বাড়ি দখল করতে গেলে তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় পুর অধিকারিক দের। পরের দিন ঐ সরকারি জমি দখল মুক্ত করতে তৎপর হয় কলকাতা পুলিশ। মুক্ত করে চালু করা হয় পুলিশ ক্যাম্প। এই ক্যাম্প টি কালীঘাটের কাছে হওয়ায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছে কলকাতা পুলিশ।