মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বললেন, ‘রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা পাঠানো হোক’
এ দিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, এই পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত হলেও, রাজ্য সরকার এর প্রতি গভীর উদ্বিগ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা পাঠানোর দাবি করেন এবং বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান।
তিনি বলেন, “আমাদের অনেক বন্ধুর আত্মীয়-স্বজন সেখানে আছেন। সীমান্তে বিএসএফ পাহারা দেয়, তবে গত ১০ দিন ধরে কেন্দ্রীয় সরকার চুপ রয়েছে। তাদের দল রোজ মিছিল করছে, বলছে সীমান্ত আটকে দেবে, খাবার দেব না।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যেখানেই মানুষ আক্রান্ত হোক, আমরা তার নিন্দা করি। তবে আমরা শুধু শান্তি চাই।”
তিনি কেন্দ্রকে আরও চাপ দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রীর কাছে এই বিষয়ে বিবৃতি আশা করি। দুই দেশকে কথা বলার আহ্বান জানাই। না হলে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো হোক এবং আমরা তাদের খাবার দিতে প্রস্তুত।”
বাংলাদেশে ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে এবং সীমান্ত সংলগ্ন এলাকায় সতর্কতা বাড়ানো হয়।