মুম্বইয়ে লঞ্চডুবির ঘটনায় পুলিশি জেরার মুখে নৌসেনা, একগুচ্ছ প্রশ্নের উত্তর চেয়েছে কোলাবা পুলিশ
মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন এলিফ্যান্টা গুহা যাওয়ার সময় ঘটে ভয়াবহ লঞ্চডুবি, যাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। ১১০ জন যাত্রী নিয়ে চলা লঞ্চে লাইফ জ্যাকেট ছিল না, এবং নৌসেনার স্পিডবোট চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুম্বই পুলিশ ভারতীয় নৌসেনা এবং মহারাষ্ট্র মেরিটাইম বোর্ডের কাছে একাধিক প্রশ্ন তুলে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রশ্ন, কেন ব্যস্ত সময়ে ওই এলাকায় স্পিডবোট চালানো হয়েছিল এবং কে অনুমতি দিয়েছিল এই পরীক্ষামূলক স্পিডবোট চালানোর? দুর্ঘটনার পর নৌসেনা বোর্ড অফ এনকোয়ারি গঠন করেছে এবং তদন্ত চলছে।