মুম্বই-এর বান্দ্রার এক বিল্ডিংয়ের সাততলা থেকে ঝাঁপ দিয়ে মালাইকার বাবা অনিল আরোরা, আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে।
#MumbaiTragedy
#MalaikaArora
#AnilArora
#SuicideInvestigation
#MumbaiNews
#TragicEvent
#ForensicInvestigation
#MentalHealthAwareness
#SuicidePrevention
#MumbaiIncident
#FamilyCrisis
#ArbaazKhan
#BuildingJump
#PoliceInvestigation
#CCTVFootage#asianews
মালাইকার বাবা আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি এখনও পর্যন্ত। কেন তিনি এমন পদক্ষেপ করলেন, তাও স্পষ্ট ভাবে জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে যখন এই চরম পদক্ষেপ করেন মালাইকার বাবা, নায়িকা বাড়িতে ছিলেন না। খবর পেয়ে ছুটে আসেন সকলে। এসে পৌঁছন আরবাজও। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিমও। বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গতকালই বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ছিল। আর আজই চরম পদক্ষেপ করলেন মালাইকার বাবা
+ There are no comments
Add yours