গতকাল সন্ধ্যায় এ ডি এস ডি প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠানের।
এস ডি এস ডি মিডিয়া বর্তমান সময়ে দৃষ্টান্ত যেসব কাজ করছে তা সত্যিই অভূতপূর্ব। তাদের উদ্যোগে ট্রেনিং, ইকো লিভিং ইত্যাদি সেক্টরে একাধিক কার্যকর্ম সূচিত হচ্ছে পাশাপাশি মিডিয়া সেক্টর এর বিশেষ নিরপেক্ষতা নিয়ে কয়েকটি পদক্ষেপ নিয়েছে তারা।
এস ডি এস ডি বিভাগের সহযোগিতায় আগামী ৮ ই সেপ্টেম্বর নিউটাউনের নোভোটেল হোটেলে
আরেকটি একটি উপভোক্তা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে । সেদিনের অনুষ্ঠানের নাম লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং “কনজিউমার আওয়ারনেস কনক্লেভ” ।
উপভোক্তা সচেতনতা বৃদ্ধিতে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা বিষয়ক বিভাগ এই মেগা ইভেন্টের সাথে “এ ডি এস ডি” অ্যাসোসিয়েশন আয়জন করেছে উজ্জ্বল সন্ধ্যা “লিডারশিশ আচিভমেণ্ট আওয়ার্ড” এবং “কনজিউমার আওয়ার্নেস কনক্লেভ” এর আয়োজন
জানালেন এডিএসডি সংস্থার কর্ণধার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ।
সাংবাদিক বৈঠকে কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন
অর্থনীতিবিদ শ্রীকুমার ব্যানার্জী, আয়োজক সংস্থার পক্ষে সহ অনিকা সেন সুস্মিতা ভট্টাচার্য, সব্যসাচী জানা এবং দেবজিৎ সরকার। এস ডি এস ডি সংস্থার আরো অনেক পরিকল্পনা মূলক কাজ রয়েছে ভবিষ্যতে।