মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তায় ৪০ কোটি টাকা বরাদ্দ, সিসিটিভি বাড়াতে স্বাস্থ্যভবনের উদ্যোগ
#healthinfrastructure#Nabanna#MamataBanerjee#TMC#asianews#viralnews#WestBengal#WestBengalNews#rgkarmedicalcollege#RGKarProtest
মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তার জন্য স্বাস্থ্য দফতরকে প্রথম পর্যায়ের ৪০ কোটি টাকা বরাদ্দ করলো রাজ্যের অর্থ দফতর। রাজ্যজুড়ে ২৮টি মেডিক্যাল কলেজ, ইনস্টিটিউট মিলিয়ে প্রায় ৭ হাজার সিসিটিভির প্রয়োজন। ৯০০টি রেস্ট রুম, ও প্রায় ২ হাজার সিকিউরিটির প্রয়োজন সুরক্ষার জন্য। রাজ্যজুড়ে ২৮টি মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউটের থেকে এই রিপোর্ট আসার পর সেই রিপোর্ট নবান্নে পাঠানো হয়। স্বাস্থ্য দফতর তার অনুমোদন দিল। স্বাস্থ্য দফতরের রিপোর্টে একাধিক মেডিক্যাল কলেজে সিসিটিভি থাকলেও সেখানে আরও সিসিটিভি বাড়ানোর কথা বলা হয়ে। আবার অনেক মেডিক্যাল কলেজে সিসিটিভি না থাকার কথা ও বলা হয়েছিল।
সব থেকে বেশি সিসিটিভির আবেদন এসেছিল বাঁকুড়া মেডিক্যাল কলেজ, এসএসকেএম হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ-সহ বেশ কয়েকটা হাসপাতাল থেকে। অনুমোদন আসার পরেই মেডিক্যাল কলেজগুলিকে স্বাস্থ্য ভবন টেন্ডার করার প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত শুরু করার নির্দেশ দেয় ।
+ There are no comments
Add yours